[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ৫:৩৫ পিএম

ফাইল  ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায়ই থাকবে, তবে আলাদা একটি ধারা হিসেবে বিবেচিত হবে। ফলে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে পৃথক মামলা দায়ের করা যাবে, যেখানে সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারঅপূর্ব জাহাঙ্গীর

এর আগে, সোমবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, শিশু ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধানও রাখা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর