বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
তিনি বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায়ই থাকবে, তবে আলাদা একটি ধারা হিসেবে বিবেচিত হবে। ফলে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে পৃথক মামলা দায়ের করা যাবে, যেখানে সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
এর আগে, সোমবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, শিশু ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধানও রাখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: