বাংলা নববর্ষ এবার জাতীয়ভাবে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উদযাপন করা হবে।
এ উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হয়েছে বলে বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্যও বিশেষ আয়োজন থাকবে। এ লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়েছে।
এতে আরও জানানো হয়, একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
দেশের প্রতিটি মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ (রোববার) দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এতে সভাপতিত্ব করবেন।
এসআর
মন্তব্য করুন: