[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সমকালের নতুন সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১১:১১ পিএম

ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী দেশের অন্যতম শীর্ষ দৈনিক সমকাল-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ বুধবার তিনি এ দায়িত্ব বুঝে নেন।

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে ভোরের কাগজ-এ সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি।

এরপর ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলো-তে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সেখানে প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ, তিনি কালের কণ্ঠ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এবার তিনি সমকাল-এর নেতৃত্বে এলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর