আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা লম্বা ছুটির সুযোগ পেতে পারেন।
সরকার ইতোমধ্যে পাঁচ দিনের ঈদ ছুটি ঘোষণা করেছে। তবে এর আগে-পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি থাকায়, কৌশলে এক দিন অতিরিক্ত ছুটি নিলে টানা ১১ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।
চাঁদ দেখা সাপেক্ষে, ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত পাঁচ দিনের ছুটি হবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। এর সঙ্গে মিলিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে।
এদিকে, ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল (বুধবার), তবে ৫ এপ্রিল থেকে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ১১ দিনের মধ্যে অফিস খোলা থাকবে মাত্র ২ দিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল।
যদি কেউ ২৭ মার্চ বা ৩ এপ্রিল এক দিনের ছুটি নেন, তাহলে তার জন্য ঈদের ছুটি আরও দীর্ঘ হতে পারে। তাই পরিকল্পনা করে ছুটি নিলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ বিশ্রাম উপভোগ করতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: