মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ মূল ফটকে টাঙিয়ে দিয়েছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ও আনুষ্ঠানিকতার প্রস্তুতির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা শেষে সাধারণ দর্শনার্থীদের জন্য পুনরায় প্রবেশ উন্মুক্ত করা হবে।
এসআর
মন্তব্য করুন: