[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫ ৫:৫৬ পিএম

ফাইল ছবি

এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, "বর্তমানে রমজান মাস চলছে এবং একই সময়ে ঈদের ছুটি ও স্বাধীনতা দিবস রয়েছে। বৈঠকে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

গত বছর কুচকাওয়াজ হয়নি, এ বছরও আয়োজনের পরিকল্পনা নেই।"

তিনি আরও জানান, স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া, ঈদকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রমিক অসন্তোষ এড়াতে ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়ে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর