নারীদের সুরক্ষা নিশ্চিত করতে ঢাকার গণপরিবহনে চালু হলো ‘কিউআর কোড হেল্প’ অ্যাপ।
যৌন হয়রানির শিকার হলে এই অ্যাপের মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া যাবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে অ্যাপটি তৈরি করেছে। এর পূর্ণাঙ্গ নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)। প্রাথমিকভাবে বসিলা থেকে সায়েদাবাদ রুটে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এসময় বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, “নারীরা বিভিন্ন স্থানে যে হয়রানির শিকার হচ্ছেন, তার একটি বড় অংশ প্রকাশ্যে আসে না। এই অ্যাপের মাধ্যমে দ্রুত রিপোর্ট করা সম্ভব হলে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে।”
তিনি আরও জানান, যদি অ্যাপের মাধ্যমে থানায় রিপোর্ট পাঠানো সম্ভব হয়, তবে সেটি এফআইআর হিসেবে গণ্য হতে পারে। ফলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করে তদন্ত শুরু করতে পারবে। এই উদ্যোগকে সফল করতে ডিএমপি প্রয়োজনীয় সহায়তা দেবে।
মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে বলেন, “নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সম্পৃক্ততা জরুরি। এই অ্যাপ সেই লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে।”
‘হেল্প’ অ্যাপের মাধ্যমে নারীদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: