[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

আছিয়ার মৃত্যু সারা দেশের মানুষকে লজ্জিত করেছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫ ৩:৪৩ এএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু সারা দেশের মানুষকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে।

এ ধরনের নির্মম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এই প্রতিক্রিয়া জানান।

মাগুরায় যৌন সহিংসতার শিকার আট বছর বয়সী শিশু আছিয়া কয়েক দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, "আছিয়ার ওপর ঘটে যাওয়া পাশবিকতার ঘটনায় গোটা দেশ শোকাহত। এই বর্বরতা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুলেছে।"

তিনি আরও বলেন, "দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এই নৃশংসতার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

তারেক রহমান নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইনি কাঠামো শক্তিশালী করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি তিনি আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর