দেশের তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো ও শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: