দেশে চিকিৎসক সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করেছে।
এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩২ বছর।
এটি দুই বছর বাড়িয়ে ৩৪ বছরে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অতীতে নানা কারণে চিকিৎসকদের ক্ষোভ জমে থাকায় সম্প্রতি তারা বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছেন।
তাদের দাবি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং দ্রুতই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এছাড়া, চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
এক সপ্তাহের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
এসআর
মন্তব্য করুন: