[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ১:৪৫ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১:৫৫ পিএম

ফাইল ছবি

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, “অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।”

সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি, শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর