গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি হচ্ছেন, অনেকে পলাতক রয়েছেন।
তাঁদের মধ্যে অন্যতম হলেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নতুন কিছু নয়।
এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা-সমালোচনা হতো, তবে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস করতেন না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কললিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, আন্দোলনের আগে-পরে দুই মাসে তিনি অসংখ্য নম্বরে কথা বলেছেন। এই তালিকায় কিছু অভিনেত্রী, মডেল ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে।
কললিস্টে নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ আরও কয়েকজনের নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। একইসঙ্গে ময়মনসিংহের এক নেত্রীর সাথেও যোগাযোগের তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে তার ব্যবহৃত নম্বরটি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় ছিল। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি।
এর আগে তার অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তার সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি।
এদিকে, এই কললিস্টের সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এটি কতটুকু নির্ভরযোগ্য বা কীভাবে ফাঁস হলো, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এসআর
মন্তব্য করুন: