[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সরকারি তিন দফতরে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ৪:১৪ পিএম

ফাইল ছবি

সরকারি তিন দফতরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পরিবর্তন করেছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকবে।

এই নতুন নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরগুলোর প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর