শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।
সোমবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন
ড. আমিনুল ইসলাম বলেন, "আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।"
জানা গেছে, তিনি কেবিনেট সেক্রেটারির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন।
তাদের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।
এসআর
মন্তব্য করুন: