অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গত সাত মাসের সব মব জাস্টিসসহ অস্থিতিশীল ঘটনার তথ্য সরকারের কাছে রয়েছে।
এখন থেকে যে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটাবে, তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা যে দল-মত ও ধর্মেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাহফুজ আলম সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
মব জাস্টিসসহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছেন। সরকার এত দিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয়, সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: