[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বাধীনতা পুরস্কারের মানচিত্রে ৭ জনের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৪:৫৭ পিএম
আপডেট: ০৬ মার্চ ২০২৫ ৪:৫৯ পিএম

ফাইল  ছবি

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে চলতি বছরে ৭ জন ব্যক্তিকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিতকৃত তথ্যানুসারে, পুরস্কারের অংশ হিসেবে প্রত্যেক প্রাপককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম সোনার পদক, সম্মানীর অর্থের চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা হলেন:

  • মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর)
  • পপ সম্রাট আজম খান (মরণোত্তর)
  • কবি আল মাহমুদ (মরণোত্তর)
  • বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
  • ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
  • ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর)

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত। এটি বিশেষভাবে তাঁদের প্রদত্ত হয়, যারা বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন, সংস্কৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। চলতি বছরের এই পুরস্কারের মাধ্যমে দেশের ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর