[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রির অভিযোগে সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ২:০২ পিএম

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে।

সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানিয়েছেন, জিয়াউল আলম চট্টগ্রামে এক চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন।

মামলার নথি অনুযায়ী, তিনি ও অন্যান্য অভিযুক্তরা এনআইডির তথ্য ব্যবহারের অনুমতি দেন ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না নিয়েই ডিজিকন দেশ-বিদেশের ১৮২টি প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য বিক্রি করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর