তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে।
সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানিয়েছেন, জিয়াউল আলম চট্টগ্রামে এক চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন।
মামলার নথি অনুযায়ী, তিনি ও অন্যান্য অভিযুক্তরা এনআইডির তথ্য ব্যবহারের অনুমতি দেন ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে।
অভিযোগে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না নিয়েই ডিজিকন দেশ-বিদেশের ১৮২টি প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য বিক্রি করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: