[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৫:৪৭ পিএম

ফাইল ছবি

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় জেলা শহর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সালমান প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ।

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় জেলা শহর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সালমান প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ

তিনি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করা হয়। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, আবু সালমান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছদ্মনামে একাধিক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াতেন এবং নানা প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এসব কার্যক্রম নজরে আসার পর তাকে নজরদারিতে রেখে আটক করা হয়।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর