অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শপথ গ্রহণ করেছেন।
তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এই প্রজ্ঞাপন জারি করেন। এতে উল্লেখ করা হয়েছে যে, প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন নবনিযুক্ত উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।
এর আগে আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন ড. আবরার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আব্দুর রশীদ।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ আগস্ট প্রথমবার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি পুনর্বণ্টন করা হয়।
এসআর
মন্তব্য করুন: