[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

কী না করেছি পুলিশের জন্য’—সাবেক আইজিপি শহীদুল হকের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ৬:৪৬ পিএম

ফাইল ছবি

রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়।

 

শুনানি চলাকালে শহীদুল হক তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন এবং আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেন। এ সময় আক্ষেপ করে তিনি বলেন, ‘কী না করেছি পুলিশের জন্য।’

সকাল ১০টার দিকে মামলার অন্যান্য আসামি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আদালতে হাজির করা হয়। তাদের আসামিদের জন্য নির্ধারিত ডকে রাখা হয়।

 

সকাল ১০টা ৭ মিনিটে বিচারক পার্থ ভদ্র এজলাসে ওঠেন। শুনানি শেষে তিনি ছয়জনের বিরুদ্ধেই আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি মোহাম্মদপুর থানার একটি মামলায় আনিসুল হকের গ্রেফতার দেখানোর আবেদনও গ্রহণ করা হয়।

এরপরও শহীদুল হক আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। তখনই তিনি ফের হতাশা প্রকাশ করে বলেন, ‘কী না করেছি পুলিশের জন্য।’

 

গত বছরের ৩ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনী শহীদুল হককে গ্রেফতার করে এবং পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর