সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে
গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, যা রবিবার (২ মার্চ) প্রকাশিত হয়েছে।
আদেশ বাস্তবায়নের জন্য স্কুল ও কলেজের অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
এসআর
মন্তব্য করুন: