[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১১:৪৬ এএম

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এবারের প্রতিপাদ্য— "তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"। দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন আলোচনা সভা ও মাঠপর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল।

শনিবার ইসি জানায়, রোববার সকাল সোয়া ৯টায় নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার, সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শোভাযাত্রা বের হয় এবং সকাল ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েকজন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন। সেই হিসাবে, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে—

  • পুরুষ ভোটার: ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন
  • নারী ভোটার: ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন
  • হিজড়া ভোটার: ৯৯৪ জন

ইসি কর্মকর্তারা জানান, খসড়া তালিকার ওপর আপত্তি ও পর্যালোচনার পর চূড়ান্ত তালিকায় নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমও চলছে। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেখানে ৫১ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনো ভোটার হননি, তাদের নাম যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

ইসি জানায়, জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে নির্ধারিত ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর