পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শান্তি, সংযম ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আরও বলেন, “সিয়াম ধনী-গরিব সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে। আত্মশুদ্ধির এই সুযোগ আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
প্রধান উপদেষ্টা সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত ও সৎকর্মে মনোনিবেশ করার পরামর্শ দেন এবং মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় প্রার্থনা করার আহ্বান জানান।
তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই একযোগে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং আমাদের জাতীয় জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করি।”
তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন রমজান সকলের জন্য কল্যাণকর হয়।
এসআর
মন্তব্য করুন: