সাবেক সরকারের সময় বিভিন্ন বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন শীর্ষ আমলার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায়, বিতর্কিত নির্বাচন পরিচালনার অভিযোগ থাকা কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
সর্বশেষ, ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো এক চিঠির মাধ্যমে তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাতিল হওয়া কর্মকর্তাদের তালিকা:
১. জাকিয়া সুলতানা
2. আবু হেনা মোরশেদ জামান
3. কামরুল হাসান
4. হামিদুল হক
5. মোহাম্মদ শফিউল আরিফ
6. মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার
7. ওয়াহিদুল ইসলাম
8. এসএম আলম
9. এনামুল হাবিব
10. শওকত আলী
11. রাব্বি মিয়া
12. ফয়েক আহমেদ
13. উম্মে সালমা তানজিয়া
14. সুভাস চন্দ্র বিশ্বাস
15. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির
16. মোহাম্মদ মাসুদ করিম
17. কামরুন নাহারা সিদ্দিকা
18. আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান
19. তোফায়েল ইসলাম
20. আহমেদ কবির
21. সায়লা ফারজানা
22. তন্ময় দাস
বিতর্কিত দায়িত্ব পালন:
বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ অতীতে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেমন:
তাদের দায়িত্বকালে এসব জেলায় অনুষ্ঠিত নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তদন্তে উঠে এসেছে, নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও পক্ষপাতমূলক কর্মকাণ্ডের কারণে তারা প্রশাসনের নজরে আসেন।
এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে এবং যেসব কর্মকর্তা নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।
এসআর
মন্তব্য করুন: