তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম।
তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর এ দায়িত্ব পেলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মো. নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ন্যস্ত রয়েছে।
এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই দলটি গঠিত হচ্ছে।
জানা গেছে, এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। তার নতুন রাজনৈতিক যাত্রার কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
এসআর
মন্তব্য করুন: