জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এখন থেকে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষমতা পাবেন।
আগে এই দায়িত্ব নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের কমিশনের ওপর ছিল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এক অফিস আদেশে এ তথ্য জানান।
নতুন নিয়ম অনুযায়ী, মৃত ব্যক্তির এনআইডি সংশোধনের আবেদন এখন সরাসরি মহাপরিচালকের মাধ্যমে নিষ্পত্তি হবে। আগে এসব আবেদন উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হতো, যা সময়সাপেক্ষ ছিল।
নতুন সিদ্ধান্তের ফলে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মহাপরিচালক নিজেই সংশোধন সংক্রান্ত শুনানি করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি, এই প্রক্রিয়া সহজ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) শিগগিরই সংশোধন করা হবে।
এ বিষয়ে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অফিস আদেশ পাঠানো হয়েছে, যাতে নতুন নিয়ম কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
এসআর
মন্তব্য করুন: