স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেন তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভের কারণ ও প্রেক্ষাপট
শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন বেড়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
শিক্ষার্থীদের প্রধান দাবি:
১. স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ।
২. ক্যাম্পাসসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা ও ক্যাম্পাসে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।
৪. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং দ্রুত দাবি মানার আহ্বান জানান। তারা বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্রতর করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: