গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর চেষ্টা করলেও তা সফল হবে না, এমনকি যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে জড়িত থাকেন।
তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং ক্ষমতার পালাবদলে বিদেশি হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মুরারিদহ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “যদি ট্রাম্প কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো ধরনের লবিং করেন, তবুও তা কাজে আসবে না। এখন আর বিদেশি শক্তি দিয়ে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রসঙ্গে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি; বরং নরেন্দ্র মোদি উত্তর দিয়েছেন। এতে বোঝা যায়, আমেরিকা কি বাংলাদেশ সম্পর্কে কম জানে, নাকি ভারতের দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশকে দেখে?”
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “মোদি বা ট্রাম্প— কেউই এখন আওয়ামী লীগের পক্ষে খোলাখুলি অবস্থান নেবে না। তারা কৌশলী বক্তব্য দিচ্ছেন।
তবে আমেরিকার সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু সেটা এমন হবে না যে, আমরা তাদের কাছে নত হবো। ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সবার সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চাই।”
এই সময় গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রিহান হোসেন রায়হান উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: