[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

২০১৮ সালের ভোটের সময় দায়িত্বে থাকা ৬৪ এসপির পরিণতি জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৭:২১ পিএম

ফাইল ছবি

২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হবে অথবা তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, "২০১৮ সালের রাতের ভোটে যেসব এসপি দায়িত্বে ছিলেন, তাদের ভূমিকা আজও বিতর্কিত। গণতন্ত্রের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষার স্বার্থে তাদেরকে ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। দেশের জনগণ আর কোনো ধরনের অনিয়ম মেনে নেবে না।"

আসিফ মাহমুদের এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তবে এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর