[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কর্মবিরতি স্থগিত: একুশে ফেব্রুয়ারিতে স্বাভাবিক থাকবে মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫৭ পিএম

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

ফলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

আলোচনার মাধ্যমে সমঝোতা

ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে তারা আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং সমস্যার সমাধানে কিছু সময় চাওয়া হয়

আলোচনার প্রেক্ষিতে কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশাবাদী, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে একটি জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে

মেট্রোরেল চলবে স্বাভাবিকভাবে

ডিএমটিসিএলের বিভিন্ন লাইনে ডেপুটেশনে (প্রেষণে) কর্মরত কর্মচারীরা জানিয়েছেন, তারা কোনোভাবেই মেট্রোরেল সেবা বিঘ্নিত করার হুমকির সঙ্গে সম্পৃক্ত নন

তারা চান, দ্রুততম সময়ে সমস্যার সমাধান হোক এবং মেট্রোরেল সেবা যেন স্বাভাবিকভাবে চালু থাকে। ফলে ২১ ফেব্রুয়ারি মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ী চলবে, যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর