[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৭:২০ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দি রয়েছেন, যদিও একে একে অন্য জাতীয় নেতারা মুক্তি পেয়েছেন। তিনি এটিকে ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুম ও বৈষম্যের শিকার হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু এ অন্যায় নিরবিচারে চলতে পারে না। তাই, তার মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হবো এবং ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব।"

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, "আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নির্ধারিত সময়ে আমাকে যথাস্থানে পাওয়া যাবে, ইনশাআল্লাহ।"

ডা. শফিকুর রহমানের এ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর