পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে মিরপুরে তার এক আত্মীয়ের বাসা থেকে এসব নথি উদ্ধার করা হয়।
দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে জানা যায়, শহিদুল হক অবৈধ সম্পদের তথ্য সংরক্ষণের জন্য নথিগুলো তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছিলেন। পরে সেগুলো অন্য এক আত্মীয়ের বাসায় স্থানান্তর করা হয়। এসব নথিতে তার অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।
দুদক সূত্র জানায়, সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তল্লাশি চালায়। অভিযানে দুটি বস্তায় থাকা ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত জব্দ করা হয়।
জব্দ করা আলামতগুলোর মধ্যে বিপুল সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণীসহ গুরুত্বপূর্ণ নথি রয়েছে। পরবর্তী তদন্তের স্বার্থে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে দুদক এসব নথি জব্দ করে।
এসআর
মন্তব্য করুন: