নারায়ণগঞ্জের দেওভোগের জিমখানা এলাকায় অবস্থিত ‘শেখ রাসেল নগর পার্ক’-এর নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’ করা হয়েছে।
মঙ্গলবার থেকে এই পরিবর্তন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নুর কুতুবুল আলম।
প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কটি ৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত এ পার্ক ২০২৩ সালের ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, পার্কের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। পার্কের লেক ঘিরে রয়েছে ওয়াকওয়ে, স্ট্রিট লাইট, সিটিং প্যাভিলিয়ন এবং পরিবেশবান্ধব সবুজ গাছপালা।
দর্শনার্থীদের জন্য ৪টি ভিউইং ডেক, ৬টি ঘাটলা ও একটি নয়নাভিরাম ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া উন্মুক্ত মঞ্চ, খেলার মাঠ, পুরুষ ও নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।
পার্কটিতে বিনোদনের আরও নানা আয়োজন রয়েছে, যার মধ্যে রয়েছে বোট ক্লাব, সুইমিং পুল, ওয়াটার গার্ডেন, জিমন্যাস্টিক ক্লাব, স্কেটিং জোন, সাইকেল লেন ও ড্রাই ফাউন্টেন।
এছাড়া চারুকলা চর্চার জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব ভবন নির্মাণ করা হয়েছে।
নাম পরিবর্তনের মাধ্যমে পার্কটি নতুন পরিচয়ে শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছে সিটি করপোরেশন।
এসআর
মন্তব্য করুন: