জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী উদ্যানে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এই নির্দেশনা দেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন (ইসি) তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে এবং জেলা প্রশাসকদেরও আইন অনুযায়ী দায়িত্ব পালনে কঠোর হতে হবে।
তিনি বলেন, "নির্বাচন পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ডিসিদের ওপর আসবে না। যদি এমন কিছু হয়, তাহলে তা পর্যবেক্ষণ করবে ইসি।"
তিনি আরও বলেন, "দেশের জনগণ যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে ডিসিদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।
অতীতের দায় চাপানোর সংস্কৃতি বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে।"
সিইসি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, "নির্বাচনের কার্যক্রম এখন থেকেই শুরু করুন। যেখানেই যাবেন, জনগণের ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়ানোর জন্য কাজ করুন। আমাদের লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।"
তিনি ডিসিদের নির্বাচন কমিশনের ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা একসঙ্গে কাজ করব এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।"
এসআর
মন্তব্য করুন: