[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পিএসসিতে আরও ৬ সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৯:২৯ পিএম
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৩২ পিএম

ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ছয়জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা আগামী পাঁচ বছর কমিশনের দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত ছয়টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর