[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণ চান জেলা প্রশাসকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫০ পিএম

ফাইল  ছবি

যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

তাদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিরক্ষায় যুবকদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশনে এ প্রস্তাব উত্থাপিত হয়।

অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের জানান, ‘সিভিল-মিলিটারি সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে জেলা প্রশাসকরা আলোচনা করেছেন। তারা জানতে চেয়েছেন, সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনীর বোঝাপড়া আরও মজবুত করতে বিভাগীয় পর্যায়ে অরিয়েন্টেশন কার্যক্রম চালু করা যায় কি না।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকরা যুব সমাজের জন্য একটি সর্বজনীন সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন, যাতে তারা মিলিটারি ট্রেনিং গ্রহণ করে দেশের প্রতিরক্ষায় অবদান রাখতে পারেন।’

জেলা প্রশাসকরা বিশেষ অভিযান পরিচালনারও প্রস্তাব দেন। তারা বলেন, ‘সন্ত্রাস দমন কার্যক্রম পরিচালনার জন্য চরাঞ্চল ও দুর্গম এলাকায় বেশি সংখ্যক ফোর্স ও উন্নত লজিস্টিক সহায়তা প্রয়োজন।’

নৌবাহিনী সংক্রান্ত আলোচনায় উঠে আসে জাটকাবিরোধী অভিযান ও নদীসম্পদ রক্ষায় সিভিল প্রশাসনকে আরও কীভাবে সহযোগিতা করা যায়। সেনাবাহিনী প্রসঙ্গে বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসী কর্মকাণ্ডে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা যুবসমাজকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। এটি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।’

অধিবেশনে জেলা প্রশাসকরা কিছু অঞ্চলে নষ্ট হয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করার উপায় নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সতর্ক করে বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসররা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর