[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি না হলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:১৮ পিএম

ফাইল ছবি

আগামী তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে চাকরিবিধি চূড়ান্ত না হলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখা হবে।

চাকরিবিধি না থাকায় সংকটের আশঙ্কা

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা বলেন,

“স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসী এতে সেবা থেকে বঞ্চিত হলে এর সম্পূর্ণ দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষের।”

তারা আরও বলেন, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ১২ সেপ্টেম্বর চাকরিবিধি প্রণয়নের নির্দেশনা দিলেও রহস্যজনক কারণে আজ পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি।

চাকরিবিধির অভাবে ইতোমধ্যেই ডিএমটিসিএলের ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষের অবস্থান

এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন,

“সার্ভিস রুল চালুর একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চূড়ান্ত করার কাজ চলমান। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি পর্যালোচনা শেষে বোর্ডে উপস্থাপন করবেন।”

তিনি স্বীকার করেন, “চাকরিবিধির প্রয়োজন ছিল এবং এটি এতদিনেও না হওয়া আমাদের ব্যর্থতা। তবে, আগামী তিন দিনের মধ্যে এটি চূড়ান্ত করা সম্ভব নাও হতে পারে। আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”

মেট্রোরেল সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

চাকরিবিধি সংক্রান্ত এই জটিলতার কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর