স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট অপারেশন’ অব্যাহত থাকবে।
তিনি বলেন, “অভিযান পরিচালিত হবে পরিস্থিতি অনুযায়ী, যেখানে প্রয়োজন সেখানে ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও নৌ পুলিশের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির বিষয়েও প্রস্তাব এসেছে বলে তিনি উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: