[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর সচিব পদে নিয়োগ পান।

তার বিরুদ্ধে সরকারি পদে থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী, তার এবং তার স্ত্রী মোমেনা আলমের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার নিয়মিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সরকার পরিবর্তনের পর, ৫ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর তিনি সস্ত্রীক দেশত্যাগের চেষ্টা করেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর