ফাইল ছবি
ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তার নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ছয় কোটি ৩৭ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি এবং মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে।
অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি পিস্তল। মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংক এবং নগদ মিলিয়ে মোট ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজের ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজের ২৫ হাজার শেয়ার এবং স্নিগ্ধা ডিজাইনের পাঁচ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।
এছাড়া, এন.এন. ফিশারিজ অ্যান্ড হ্যাচারির ব্যবসায়িক মূলধন হিসেবে থাকা ৮০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর আদালত সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
আপনার সংবাদটি সম্পাদনা ও পরিমার্জন করা হয়েছে। যদি কোনো পরিবর্তন বা সংযোজন প্রয়োজন হয়, আমাকে জানান!
এসআর
মন্তব্য করুন: