[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

আইনজীবিকে ইনু

আমি কারাগারে থাকলেও বিয়ের অনুষ্ঠান যেন করে ফেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৫১ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যার মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

সকাল ১০টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিতির পর তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন।

এ সময় হাসানুল হক ইনু তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে বলেন, ‘আগামীকাল আমার ভাতিজির বিয়ের আয়োজন রয়েছে।

আমি কারাগারে থাকলেও বিয়ের আনুষ্ঠানিকতা যেন বাধাগ্রস্ত না হয়। পরিবারকে জানিয়ে দিও, শুভ কাজে দেরি করার দরকার নেই।’

পরে আইনজীবী নিশ্চিত করেন যে ইনু তার ভাতিজির বিয়ে প্রসঙ্গে এ কথা বলেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর