ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি জানান, ‘জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিরা “জুলাই শহিদ” নামে স্বীকৃতি পাবেন এবং তাঁদের পরিবারকে সনদ ও পরিচয়পত্র প্রদান করা হবে।’
এদিকে, আহতদের চিকিৎসা ও অন্যান্য সুবিধার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে।
উপদেষ্টা বলেন, ‘আহতরা “জুলাই যোদ্ধা” নামে পরিচিত হবেন এবং তাঁদের পরিচয়পত্রসহ সরকারি সুবিধা দেওয়া হবে।
তাঁরা আজীবন চিকিৎসা সুবিধা ও ভাতা পাবেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার জনগণের চেতনাকে সম্মান জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখবে।’
এসআর
মন্তব্য করুন: