[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৪:০৬ পিএম

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, "শুধু তৌহিদী জনতা নয়, যেকোনো মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।"

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি কমলেও এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে

দুর্নীতি প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "গত ছয় মাসে দুর্নীতি অনেকাংশে কমেছে, তবে এখনো তা পুরোপুরি সহনীয় পর্যায়ে আসেনি।

দেশের প্রায় সব সেক্টরেই দুর্নীতির কিছু প্রভাব রয়েছে। যদি এটি আরও কমানো যায়, তাহলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।"

পুলিশ ভেরিফিকেশন বাতিল ও রোহিঙ্গাদের এনআইডি প্রতিরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নাগরিকদের হয়রানি কমাতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পাশাপাশি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা ইতোমধ্যে এনআইডি পেয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কোস্টগার্ডের আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার

কোস্টগার্ড বাহিনীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাহিনীটির আধুনিকায়নের জন্য সরকার নতুন আর্মারড বা বুলেটপ্রুফ হাইস্পিড বোট, হেলিকপ্টার, রেসকিউ ড্রোন এবং ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এর ফলে বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পাবে।"

অনুষ্ঠানে কোস্টগার্ডের ৪০ জন সদস্যকে তাদের বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর