[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা- প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২:০৯ পিএম

ফাইল ছবি

সরকারের সাফল্য ও ব্যর্থতা অনেকটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সম্মেলনে ডিসিদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের ৬৪টি জেলার সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি জানান, পাসপোর্ট তৈরি প্রক্রিয়ায় পুলিশের ভেরিফিকেশন ব্যবস্থা বাতিল করা হয়েছে, যা নাগরিকদের জন্য প্রক্রিয়াটি সহজ করবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা তাদের কর্মকালীন সময়ে নিজ নিজ জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এজন্য জেলার মধ্যে র‍্যাংকিং ব্যবস্থা চালুর প্রস্তাব করেন তিনি, যা উন্নয়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এদিকে, তিন দিনব্যাপী সম্মেলনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর