[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৫:২৬ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৫:২৭ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছয় মাসের প্রথম পর্ব শেষে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যা রাজনৈতিক সংলাপের মাধ্যমে এগিয়ে যাবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক গুরুত্বপূর্ণ সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপ চলাকালে আসরের নামাজের বিরতিতে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হলো, যা মূলত একটি প্রস্তুতিমূলক সভা।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।”

সংলাপে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। সংলাপের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ ও একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎ গঠনের পথ সুগম করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর