জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে কমিশনের প্রথম বৈঠকে দেশের নাগরিক কমিটির চার তরুণ নেতা অংশ নেবেন।
আজ শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক দলসহ সকল অংশীদারের সঙ্গে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আলোচনা করা হবে।
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম বৈঠকে অংশ নেবেন।
সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। তিনি বিভিন্ন বিভাগভিত্তিক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে প্রস্তাবিত সংস্কারের আলোকে রাজনৈতিক দল ও অন্যান্য শক্তির সঙ্গে মতবিনিময় ও পদক্ষেপ নির্ধারণের বিষয়ে ব্যাখ্যা করবেন।
এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশের সামগ্রিক সংস্কারের উদ্দেশ্যে সকল পক্ষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাচ্ছে। কমিশনের কার্যক্রম শুরুর তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত থাকবে।
এসআর
মন্তব্য করুন: