[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

বাধার মুখে বাতিল হলো উত্তরার বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:২১ পিএম

চারুকলায় বসন্ত উৎসব উদযাপন

উত্তরার উন্মুক্ত মঞ্চে নির্ধারিত বসন্ত উৎসব আয়োজন শেষ মুহূর্তে বাধার মুখে বাতিল করা হয়েছে।

যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং মহানগর পুলিশ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশাপাশি উত্তরায় এই উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়।

তবে শুক্রবার সকালে চারুকলা ও বাহাদুর শাহ পার্কে উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত হলেও উত্তরার আয়োজনটি বাধার মুখে স্থগিত করা হয়।

সংগঠকদের দাবি
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ-এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, আয়োজকরা সিটি করপোরেশনের অনুমতি পাওয়ার পাশাপাশি নির্ধারিত স্থানের জন্য ভাড়ার অর্থও পরিশোধ করেছিলেন।

পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল। তবে স্থানীয় কিছু ব্যক্তি এই আয়োজনে বাধা দেন, ফলে উৎসবটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বাধার কারণ
জানা গেছে, ইমন রহমান ফরহাদ নামের একজনের নেতৃত্বে এই বাধা সৃষ্টি করা হয়। ইমন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখপাত্র পরিচয়ে দাবি করেন, আয়োজকদের মধ্যে একজনকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে অভিহিত করা হয়, যার ফলে তাকে সংশ্লিষ্টতা থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়। এছাড়া তিনি অভিযোগ করেন, আয়োজকরা মঞ্চটির ‘সঠিক নাম’ ব্যবহার করছেন না।

ইমনের ভাষ্যমতে, গত ৫ আগস্ট থেকে উত্তরার ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঞ্চটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং তারা এটিকে ‘মীর মুগ্ধ মঞ্চ’ নামে অভিহিত করেছেন। তবে আয়োজকরা এটিকে ‘উন্মুক্ত মঞ্চ’ বলেই প্রচার করেছেন, যা তাদের আপত্তির অন্যতম কারণ।

সিটি করপোরেশনের দেওয়া অনুমতিপত্র অনুযায়ী, উৎসবটি ‘উন্মুক্ত মঞ্চ’-এ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে মঞ্চের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সিটি করপোরেশনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, তারা এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না এবং বিষয়টি খতিয়ে দেখবেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর