[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আমিরাত সফর শেষ করে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:০৬ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ দেশে ফিরছেন।

তিনি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব সরকার সম্মেলনে (ডব্লিউজিএস) যোগ দেন এবং সফরকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানা গেছে।

সফরকালে প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা, এবং ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়।

বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ উন্মুক্ত করতে এবং দেশটিতে আমিরাতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

পাশাপাশি, তিনি সংযুক্ত আরব আমিরাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদি বাংলাদেশের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন, যা নীতিগতভাবে গৃহীত হয়।

এ ছাড়া, প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশ স্বল্প খরচের শ্রমশক্তির সুবিধা নিয়ে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হতে পারে।

বাণিজ্যমন্ত্রী জানান, আগামী মাসগুলোতে একটি সিনিয়র বাণিজ্য ও অনুসন্ধানী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

প্রধান উপদেষ্টার আজ সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর