protidinerbangla22@gmail.com মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের চেতনা ধারণ করুন-প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের পবিত্রতা ও মাহাত্ম্যে অনুপ্রাণিত হয়ে মানবকল্যাণ ও দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।

শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, "শবে বরাত এমন এক মহিমান্বিত রাত, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত ও বরকত বর্ষিত হয়।

এ রাতে আল্লাহ পাক ক্ষমা দান করেন এবং তাঁর বান্দাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করেন।"

অন্যায় পরিহার ও ইসলামের শিক্ষা অনুসরণের আহ্বান

প্রধান উপদেষ্টা বলেন, "আসুন, আমরা সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির বার্তা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠিত করি।"

তিনি আরও বলেন, "এই পবিত্র রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তাই আমরা যেন তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত লাভের জন্য বেশি বেশি ইবাদত করি এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলি।"

শবে বরাতের তাৎপর্য ও বিশেষ দোয়া

ড. মুহাম্মদ ইউনূস বলেন, "শবে বরাত কেবল ক্ষমার রাত নয়, বরং আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধিরও রাত। এই রাতে আমাদের প্রার্থনা হওয়া উচিত—আমাদের সমাজ থেকে হিংসা, হানাহানি ও অন্যায় দূর হোক এবং শান্তি ও সম্প্রীতির আদর্শ প্রতিষ্ঠিত হোক।"

তিনি সব মুসলমানকে এই পবিত্র রাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়ে মহান আল্লাহর রহমত কামনা করেন এবং বলেন, "মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ও হেফাজত করুন। আমিন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর