[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৩ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ৮:১৪ পিএম

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল, সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, "ভারতকে পাঠানো নোট ভারবালে সব প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে, তবে এখনও ভারতীয় পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।"

এছাড়া, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল সম্পর্কিত এক প্রশ্নে রফিকুল আলম বলেন, "এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি এখন প্রকাশ্যে রয়েছে, তবে এটি ভারতকে দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।"

এভাবে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তবে ভারতের প্রতিক্রিয়া এখনও অমীমাংসিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর